এপ্রিল ২৭, ২০২২

২০২২ সালের এসএসসি পরীক্ষায় সময়সূচি প্রকাশ।

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারেন।

এই পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। লিখিত পরীক্ষা শেষ হবে ৬ জুলাই। আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া আগেই এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
এসএসসিতে এ বছর তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। আর এইচএসসিতে বাদ যাচ্ছে একটি বিষয়।

এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা হবে।


পরীক্ষার তারিখ: ১৯ জুন ২০২২।


ssc exam routine এসএসসি পরীক্ষায় সময়সূচী প্রকাশ

ssc exam routine এসএসসি পরীক্ষায় সময়সূচী প্রকাশ


শেয়ার করুন