এপ্রিল ২৮, ২০২২

রক্তের গ্রুপ বলে দেবে আপনি কেমন প্রকৃতির মানুষ।

ব্লাড গ্রুপ বলে দেবে আপনি কেমন মানুষ

 মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা যাবে না। তাছাড়া বাইরে থেকে দেখে কারও বৈশিষ্ট্য বোঝাও যায় না। কে কেমন চরিত্রের তা বোঝা বড়ই মুশকিল। তবে এবার গবেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলেছেন যে, এবার রক্তের গ্রুপেই বলে দেবে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ কে কেমন স্বভাবের মানুষ!

পজেটিভ গ্রূপের রক্তের ইতিবাচক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য হল: কৌতূহলী, শক্তিশালী, স্বাচ্ছন্দ্য, সৃজনশীল, দুঃসাহসিক, আবেগপ্রবণ, প্রফুল্ল, সক্রিয় এবং বহির্মুখী।

অপরদিকে নেগেটিভ ইতিবাচক আছে কিন্তু নেগেটিভ বা নেতিবাচক রক্তের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য: বন্য, অনিয়মিত, স্বার্থপর, ক্ষমাশীল, অসহযোগী, দায়িত্বজ্ঞানহীন এবং অপ্রত্যাশিত।

কথায় বলে রক্ত নাকি কথা বলে। এক গবেষণায় এই কথাটি সত্য প্রমাণিত হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে ব্লাড গ্রুপ কিছুটা ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করে আপনি কেমন স্বভাবের মানুষ, কি কি বিশেষত্ব আছে আপনার মধ্যে! কোন ব্লাড গ্রুপের মানুষ কি ধরনের স্বভাবের অধিকারী এবার তা জানা যাক-

রক্তের গ্রুপ ‘এ’ পজেটিভ বা নেগেটিভ তারা বুদ্ধিমান অন্তর্মুখী এবং সৎ। সব কিছুতেই পারফেক্ট থাকার চেষ্টা করেন। কখনো কখনো তারা কিছুটা মানসিক চাপে থাকেন। তারা সহজে কাউকে বিশ্বাসও করতে পারেন না। 

এবি গ্রুপের রক্তের গ্রুপ যেমন মিশ্র তাদের বৈশিষ্ট্যও মিশ্রই হবে। এরা অন্তর্মুখী এবং বহির্মুখী উভয়ই হতে পারে। উচ্চাভিলাষী ও চিন্তাশীল বলে শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন তারা। তবে কখনো কখনো এমন মানুষেরা দ্বিমুখী আচরণ করে থাকেন।  

এ-বি-এবি তো জানা হলো এবার ‘ও’রা কেমন? যাদের রক্তের গ্রুপ‘ও’তারা আত্মবিশ্বাসী ও হাসি-খুশি প্রকৃতির হয়ে থাকেন, এরা কর্মঠ। তবে অন্যের প্রতি উদাসীনতাও দেখা যায় মাঝে মাঝে।  

সৃজনশীল, কৌতূহলী এবং সক্রিয় হয়ে থাকেন ‘বি’ গ্রুপের মানুষ। তারা যত্নশীল ও মানসিকভাবে অনেক শক্ত প্রকৃতির হয়ে থাকেন। তবে এই গ্রুপের মানুষদের স্বভাবে কিছুটা স্বার্থপরতা থাকতে পারে।


শেয়ার করুন