বিজ্ঞান ও প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিজ্ঞান ও প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মে ০২, ২০২২

ই-সিম কি? ই-সিম সম্পর্কে জানুন।

ই-সিম কি? ই-সিম সম্পর্কে জানুন।

 

ই সিম কি/ esim photo


ই-সিম (E-SIM) মানে এম্বেডেড সিম, অর্থাৎ একধরণের সিম, যেটা ব্যবহার করতে ফোনে কোনও রকম সিম কার্ড ঢুকাতে হয় না। এতে প্লাস্টিকের ব্যবহারও কম হয়। ই-সিমের সাথে আমরা প্রাকৃতিক বর্জ্য পরিমাণ কমিয়ে আনতে পারবো। এটা আমাদের সৌভাগ্য হবে যদি এই পৃথিবীকে আরও সুন্দর, আরও সবুজ বানাতে যদি আমরা একসাথে হাতে হাত রেখে কাজ করতে পারি।

eSIM হল GSMA এর একটি গ্লোবাল স্পেসিফিকেশন যা যেকোনো মোবাইল ডিভাইসের রিমোট সিম প্রভিশনিং সক্ষম করে। GSMA পরবর্তী প্রজন্মের সংযুক্ত গ্রাহক ডিভাইসের জন্য eSIM-কে সিম হিসাবে সংজ্ঞায়িত করে। eSIM প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্কিং সমাধানগুলি বিভিন্ন ইন্টারনেট অফ থিংস (IoT) পরিস্থিতিতে ব্যাপকভাবে প্রয়োগ করা যেতে পারে।

একটি eSIM সাধারণত দূরবর্তীভাবে ব্যবস্থা করা হয় ; শেষ-ব্যবহারকারীরা ডিভাইস থেকে শারীরিকভাবে একটি সিম অদলবদল করার প্রয়োজন ছাড়াই অপারেটর যোগ বা অপসারণ করতে পারেন।

এই সিম কার্ড গুলো অন্যান্য সিম কার্ডের মতো করে ফোনে ভরানো হয় না বরং যেখানে স্মার্ট ফোনগুলো তৈরি করা হয় সেখানে মাদারবোর্ডের সাথে এক সঙ্গে সংযুক্ত করে লাগানো হয়ে থাকে। তাই জন্য এই সিম কার্ডকে স্মার্ট ফোনের হার্ডওয়্যারের মধ্যে ধরা হয়। আর হ্যাঁ এই ফোনটির সিম কার্ড কে বাহির করা যায় না বা সম্ভব না। আইফোন এক্সএস এবং আইফোন এক্সেএস মাক্স এ এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং আইফোন ১১ এবং আইফোন ১১ প্রোতে এই ই-সিম কার্ড ব্যবহার করা হয়েছে। পিক্সেলত, পিক্সেলত এক্সএল এবং নতুন পিক্সেল৪ এবং পিক্সেল এক্সএল ৪ স্মার্টফোনে এই ইসিম সাপোর্ট করে।

ই-সিম(E-SIM) এর সুবিধা

আইফোন এক্সএস এবং এক্সএস মাক্স ফোন দুটি অ্যাপলের প্রথম দুটি ডুয়েল স্মার্টফোন। এই দুটি সিমে এক সাথে দুটি কোম্পানির দুটি আলাদা নাম্বার ব্যবহার করা যাবে। স্মার্টফোন দুটি সিম স্ট্যান্ডবাই মোডে থাকবে এর ফলে এক সাথে ফোন দুটি কল চলে আসলে তা রিসিভ করা এবং ডায়াল করা যাবে। আইফোন এক্সএস এবং এক্সএস মাক্স এ দুটি সিম এর সুবিধা থাকবে ঠিকই কিন্তু ফোন শুধু একটি সিম কার্ড ভরতে হবে আর একটি সিম ভরতে হবে না। কারন ফোনে আগে থেকে একটি সিম কার্ড ভরা থাকবে।

ই-সিম (E-SIM) এর প্রথম সুবিধা হলো এটি অনেক ছোট সাইজের, আমরা জানি ন্যানো সিম কার্ড খুব ছোট কিন্ত এই ই-সিম কার্ড তার থেকে ৩ গুণ ছোট। অর্থাৎ ন্যানো সিম কার্ড এর থেকে ই-সিম কার্ড ৩ গুণ ছোট এবার আপনি কিছুক্ষণ চিন্তা করুন যে তাহলে এই ইসিম E-SIM কার্ড কত ছোট। ই-সিম E-SIM কার্ড ফোনের মাদারবোর্ডের সাথে লাগানো থাকে বিধায়
ফোনটিতে অনেক যায়গা ফাকা হয় বা স্পেস বাচানো সম্ভব হয়। যার ফলে ফোন ব্যাটারি আরও বড় লাগানো সম্ভব হয় এবং আলাদা অনেক যন্ত্রপাতি লাগাতে সুবিধা হয়।

এপ্রিল ১৫, ২০২২

টুইটারকে ৪১ বিলিয়ন মার্কিন ডলারে কেনার প্রস্তাব ইলন মাস্কের।

টুইটারকে ৪১ বিলিয়ন মার্কিন ডলারে কেনার প্রস্তাব ইলন মাস্কের।

টুইটার, ইলন মাস্ক

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাস্ক টুইটারের প্রতিটি শেয়ারের দাম ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার দিতে চেয়েছেন। আজ বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থার এক নথিতে এ তথ্য জানানো হয়।


মাস্ক বলেন, ‘আমার প্রস্তাবটি সেরা ও চূড়ান্ত। এ প্রস্তাব যদি গৃহীত না হয়, তবে শেয়ারহোল্ডার হিসেবে আমার অবস্থান বিবেচনা করতে হবে।’


সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বোর্ডে আসতে চেয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কিন্তু সে বিবেচনা থেকে সরে এসে ৪ হাজার ১০০ কোটি (৪১ বিলিয়ন) মার্কিন ডলারে টুইটারকে কেনারই প্রস্তাব দিয়ে দিলেন তিনি।


এ সপ্তাহের শুরুতে মাস্ক বলেন, টুইটারের পরিচালনা বোর্ডে যুক্ত হওয়ার পরিকল্পনা থাকলেও তা বাতিল করেছেন তিনি। কারণ, টুইটার বোর্ডে বসলে কোম্পানি কিনে নেওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হবে তাঁকে। 


ইলন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর এটির শেয়ারের দাম ১২ শতাংশ বেড়ে গেছে। সম্প্রতি টুইটারের ৯ শতাংশ শেয়ার কেনার কথা জানান মাস্ক।


টুইটার চেয়ারম্যান ব্রেট টেলরকে লেখা এক চিঠিতে মাস্ক বলেছেন, ‘টুইটারে বিনিয়োগ করার পর থেকে বুঝতে পারছি বর্তমান অবস্থায় প্রতিষ্ঠানটি উন্নতি করবে না বা সামাজিক প্রয়োজন মেটাবে না। টুইটারকে একটি প্রাইভেট কোম্পানি হিসেবে রূপান্তরিত করতে হবে।’


টুইটারে পরিচালনা বোর্ড বলছে, মাস্কের প্রস্তাব পেয়েছে তারা। প্রস্তাবটি পর্যালোচনা করে দেখা হচ্ছে। 

এপ্রিল ০৯, ২০২২

স্মার্টফোন অতিরিক্ত গরম হলে কি করবেন।

স্মার্টফোন অতিরিক্ত গরম হলে কি করবেন।

 

স্মার্টফোন গরম হলে করনীয়।

ইন্টারনেট চালানো, ভিডিও দেখা ও গেম খেলার সময় স্মার্টফোনের স্ক্রিন সব সময় চালু থাকে। এ সময় (সি.পি.ইউ.) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ও (জি.পি.ইউ.) গ্রাফিকস প্রসেসিং ইউনিট একটানা কাজ করতে থাকে। এতে স্মার্টফোন গরম হয়ে যায়। আর খেয়াল করবেন মোবাইল ডেটা অন করে অনলাইনে ভিডিও দেখা ও গেম খেলার সময় স্মার্টফোন বেশি গরম হয়। কারণ, এ সময় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে স্মার্টফোনের সিগন্যাল রিসিপশন ও ট্রান্সমিশন পাওয়ার বেশি ব্যবহার হয়। এর ফলে ব্যাটারি তুলনামূলক বেশি খরচ হওয়ায় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়। পাশাপাশি স্ক্রিনের উজ্জ্বলতা বেশি থাকলে বা বেশি সময় গেম খেললে এবং ইন্টারনেট চালালে স্মার্টফোন গরম হয়।


স্মার্টফোন ঠান্ডা করার উপায়

  • স্মার্টফোন গরম হলে এক সময় হ্যাং হয়ে যায়। তবে নিচের নিয়মগুলো মেনে চললে স্মার্টফোন দ্রুত ঠান্ডা করা যায়।
  • অনেকেই স্মার্টফোনের সুরক্ষায় কভার ব্যবহার করেন। গরম স্মার্টফোন ঠান্ডা করার জন্য কভার খুলে ফেলুন।
  • সেটিংস অপশনে প্রবেশ করে এয়ারপ্লেন বা ফ্লাইটমোড চালু করে স্মার্টফোনের সঙ্গে অন্য সব ধরনের যন্ত্রের সংযোগ নিষ্ক্রিয় করুন।
  • ডিসপ্লের উজ্জ্বলতা কমান এবং প্রয়োজনে ব্যাটারি সেভার মোড চালু করুন।
  • মোবাইল ডেটা, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সহ সকল প্রকার সংযোগ বন্ধ রাখুন।
  • স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলা সব অ্যাপস বন্ধ করুন।
  • আপনার হাতের স্মার্টফোন চার্জ চলা সময় ডেটা চালু করে গেম খেলা ও ইন্টারনেট চালানো থেকে  বিরত থাকুন।

এ সব কিছু করার ফোন গরম এবং হ্যাং হলে কিছুক্ষণের জন্য মোবাইল বন্ধ রাখুন। আশা করা যায় ফোন গরম এবং হ্যাং এর হাত থেকে রক্ষা পাবেন।