অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জুন ০৮, ২০২২

মেহেরপুরে শিশু ধর্ষণ চেষ্টায় আইসক্রিম ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুরে শিশু ধর্ষণ চেষ্টায় আইসক্রিম ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুর শিশু ধর্ষণ চেষ্টায় একজন আটক, মেহেরপুর প্রতিদিন নিউজ, মেহেরপুরের চোখ

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে খলিলুর রহমান (৪৮) নামের এক আইসক্রীম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা।

আটককৃত খলিল হাড়িয়াদহ গ্রামের দক্ষিণ পাড়ার মৃত পাতান শেখের ছেলে। খলিল পেশায় একজন আইসক্রীম ব্যবসায়ি। বুধবার (৮ জুন) দুপুরে গাংনী থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে খলিল তার প্রতিবেশীর এক শিশুকে নিজ বাড়ির ল্যাট্রিনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির আশে-পাশের মানুষ ছুটে এসে শিশুকে উদ্ধার করেন। স্থানীয় লোকজন খলিলকে ঘরে আটকে রাখে, দুপুরে পুলিশের হাতে তুলে দেয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত খলিলুর রহমানকে থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মে ৩১, ২০২২

বিগ বস তারকা আসিফ আজিম ইউপি চেয়ারম্যান হতে চান।

বিগ বস তারকা আসিফ আজিম ইউপি চেয়ারম্যান হতে চান।

আসিফ আজিম ইউপি চেয়ারম্যান হতে চান, তিনি বিগ বস ৭ এর তারকা।

ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো “বিগবস সিজন-৭” তারকা ও মডেল আসিফ আজিম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছেন।

আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। এরআগে আসিফ আজিম আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে ৮ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আসিফ আজিমের নির্বাচন করা নিয়ে আমঝুপি ইউনিয়ন বাসীর মধ্যে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উন্মাদনা। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আমঝুপি বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনও করেছেন তিনি।

প্রতিদিনই গ্রাম অঞ্চলে মটর সাইকেল শো-ডাউন দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। হাট বাজার ও চায়ের দোকানে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তাকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আসিফ ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থীসহ মোট ৩ জনের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে আসিফ আজিম বলেন, আমি মডেল হিসেবে আন্তর্জাতিক অঙ্গন জয় করেছি। এবার এলাকার সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সব সময় সাধারণ মানুষের পাশে থাকার সৌভাগ্য পায়। সেই লক্ষ্যে আমি নির্বাচন করতে চাই। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে দেখেছি এলাকার মানুষ আমাকে সমর্থন দিয়েছেন। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নেও কাজ করতে পারবো।

উল্লেখ্য ২০১৮ সালে দেশের মুখ উজ্জ্বল করেছেন আসিফ আজিম। ইউনেস্কোর উদ্যোগে অস্ট্রেলিয়া থেকে গ্লোবাল বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড (বেস্ট মডেল ইন দ্য ওয়ার্ল্ড) অর্জন করেন তিনি। ইউএনডিপি'র আয়োজনে মাদার তেরেসা, পন্ডিত রবি শংকরের মতো কালজয়ী মানুষের পর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে “ইউথ পিচ ম্যাসেঞ্জার” অ্যাওয়ার্ড অর্জন করেন আসিফ আজিম। বর্তমানে তিনি দেশি-বিদেশি বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করছেন।

মে ৩০, ২০২২

মেহেরপুরে এক সাথে তিন সন্তানের জন্ম, লালন পালন নিয়ে শঙ্কা।

মেহেরপুরে এক সাথে তিন সন্তানের জন্ম, লালন পালন নিয়ে শঙ্কা।

 

মেহেরপুরে এক সাথে তিন সন্তানের জন্ম, মেহেরপুর নিউজ, গাংনী নিউজ

মেহেরপুরে এক সাথে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আখি খাতুন নামের এক প্রসূতি। এ ঘটনায় আখির পরিবারের সবাই খুশি হলেও লালন পালন নিয়ে সঙ্কা প্রকাশ করেছেন ওই তিন সন্তানের বাবা।

গাংনী উপজেলার বাওট গ্রামের ইলেক্ট্রনিক মিস্ত্রী রঞ্জু আহমেদ। খুব স্বল্প আয়ে কোন রকমে সংসার চলে তার। জান্নাতুল মাওয়া নামের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী আখি খাতুন এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানদের নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ইতোমধ্যেই বাসায় ফিরেছেন তারা। বর্তমানে প্রসূতি মা ও তার সন্তানরা সবাই সুস্থ আছেন।

ওই তিন পুত্র সন্তানের বাবা ইলেক্ট্রনিক মিস্ত্রী রঞ্জু আহমেদ জানান, আল্লাহ আমার ঘরে এক সাথে তিনটি পুত্র সন্তান দিয়েছেন। আল্লাহর রহমতে আমার স্ত্রী ও সন্তানরা সবাই সুস্থ্য আছে। আমি সহ আমার পরিবারের সবাই খুব খুশি। কিন্তু আমার ছোট একটি ইলেক্ট্রনিক মেকারের দোকান আছে। খুব অল্প পরিমানে উপার্জন করি যা দিয়ে কোন রকমে সংসার চলে যায়। আবারো এক সাথে তিনটা নতুন মুখ। তাদেরকে ঠিক মত লালন পালন করতে পারব কিনা এ নিয়ে খুব দুঃচিন্তায় আছি।

ইউপি সদস্য নিয়ামত আলী জানান, রঞ্জু খুব গরীব মানুষ। তার সন্তানদের সঠিক ভাবে লালন পালন করতে সবাইকে তার পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।

রঞ্জুর সন্তানের ঠিক মত লালন পালন করতে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।


এপ্রিল ১৮, ২০২২

মেহেরপুরে অনলাইন জুয়ার ব্যবসা যা নিয়ন্ত্রণ করছে গোটা দেশকে।

মেহেরপুরে অনলাইন জুয়ার ব্যবসা যা নিয়ন্ত্রণ করছে গোটা দেশকে।

casino, meherpur news মেহেরপুর অনলাইনে জুয়ার ব্যবসা

কখনো নিজের কখনো অন্যর সিম ধার করে চলছে অনলাইন জুয়ার আসর। এক এক জনের লেনদেন ছাড়িয়েছে কোটির উপরে। নামে বেনামে মোবাইল ব্যাংকিং এ এজেন্টশিপ নিয়ে চলছে এমন রমরমা ব্যবসা। অনুসন্ধানে মিলেছে মেহেরপুরের একটি গ্রাম নাকি নিয়ন্ত্রণ করছে গোটা দেশের জুয়া চক্র।


এক দুই হাজার টাকা নয় মোবাইল ব্যাংকিং এ লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে কোটি, কোটি টাকা। কেউ খুদ্র ব্যবসায়ী কেউ সাধারণ মানুষ। অনেকে রাতারাতি বনে গেছে কোটি টাকার মালিক, তাও মেহেরপুর জেলার প্রত্যন্ত এলাকা থেকে। হটাৎ বড়লোক হয়ে যাওয়া কয়েকজনের বিষয়ে অনুসন্ধান করে হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। মুজিবনগরে রিমটি সলিউশন নামের মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকান, এই এজেন্টের সিমে এক মাসে লেনদেন হয় ৮ কোটি টাকা। 

meherpur casino, মেহেরপুর অনলাইন জুয়ার ব্যবসা
কিভাবে এলো এতো টাকা? দোকান মালিকের কাছে প্রশ্ন ছুড়তেই মুখে তালা। কিছুক্ষণ পর প্রমাণ দেখালে খোলস ছেড়ে বের হন। জানান অনলাইন জুয়ার শূন্য থেকে কোটিপতি হওয়ার গল্প। অনুসন্ধানের জালে ধরা পড়ে কমলপুরের এক এজেন্ট। এই প্রতিষ্ঠানের বিষয় জানতে চাইলে চড়াও হয় ক্যাডার বাহিনী। শুধু এই দুটি প্রতিষ্ঠান-ই নয়, বেশ কিছু প্রতিষ্ঠান অনলাইনে জুয়ার সাথে জড়িত থাকার তথ্য আসে।

পুলিশ বলছে পুরো চক্রটির বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তথ্য মিলেছে মেহেরপুর জেলার এক মাসে চারশত আটাত্তরটি মোবাইল ব্যাংকিং সিমে লেনদেন হয়েছে সাড়ে ১৪ কোটি টাকা। বিপরীতে মাত্র ৮৩টি সিমে লেনদেন হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।



এপ্রিল ১৪, ২০২২

শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে।

শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে।

শেখ হাসিনা, শেহবাজ, পাকিস্তানি প্রধানমন্ত্রী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।


অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিরসনে নিজেদের অভিন্ন স্বার্থে সবগুলো দেশকে অবশ্যই একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


ইতোমধ্যে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের প্রধানমন্ত্রী টুইটারে শেহবাজকে অভিনন্দন জানান। অন্যদিকে শেহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই তাকে ফোন করে অভিনন্দন জানান এরদোয়ান।


নানা নাটকীয়তার পর শনিবার রাতে জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। দেশটির ইতিহাসে তিনি প্রথম কোনো প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিয়েছেন।


সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ।

এপ্রিল ১০, ২০২২

মেহেরপুর ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মেহেরপুর ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

 

মেহেরপুর সড়ক দুর্ঘটনা

মেহেরপুর: মেহেরপুরে মাটি বহনকারী ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক গোলাম মোস্তফা নিহত হয়েছে। 


রবিবার রাত সাড়ে নয়টার দিকে গাংনী থানার বামন্দী বাজার মার্সেল শো-রুমের সামনে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা গাংনী উপজেলার করমদি গ্রামের মৃত আজিমুদ্দীনের ছেলে। এ ঘটনায় বামন্দী ক্যাম্পের পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছেন। কিন্তু ঘাতক ট্রাক্টর চালক পলাতক রয়েছে।


বামন্দী পুলিশ ফাড়িঁর ইনচার্জ শরিফ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওভার টেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নায়িকা মাহির রেস্টুরেন্টে মিষ্টি কুমড়ার বেগুনি।

নায়িকা মাহির রেস্টুরেন্টে মিষ্টি কুমড়ার বেগুনি।

নায়িকা মাহিয়া মাহি রেস্টুরেন্টে বেগুনি


চিত্রনায়িকা মাহিয়া মাহি রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন। গাজীপুর চৌরাস্তা মোড়ে তাঁর রেস্তোরাঁটি যাত্রা শুরু করবে, চিত্রনায়িকা মাহিয়া মাহি রেস্তোরাঁর নাম দিয়েছেন ‘ফারিশতা’। পুরোপুরি চালু না হলেও রোজার প্রথম দিন থেকেই সীমিত পরিসরে বিক্রি শুরু হয়েছে।


চিত্রনায়িকা মাহিয়া মাহি উপস্থিত থেকে ইফতারসামগ্রী তুলে দেন ক্রেতাদের হাতে। তবে রমজানে রেস্তোরাঁটিতে শুধু ইফতারি বিক্রি হচ্ছে। সেই মেন্যুতে রয়েছে মিষ্টিকুমড়ার বেগুনি। তবে এর নতুন নাম দেওয়া হয়েছে ”মেগুনি” যা তৈরি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে।


আজ রোববার থেকে এটি তাঁর রেস্তোরাঁয় পাওয়া যাবে বলে ফেসবুক লাইভে জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

 

লাইভে মাহি বলেছেন, ‘আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে। মিষ্টিকুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি "মেগুনি"। আমি ইনসপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু তাঁর কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টিকুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব।


ক্রেতাদের কাছে ইফতার বিক্রি করেছেন নায়িকা মাহি। মাহির ‘ফারিশতা’ রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে তার রেস্তোরাঁয়।

 

এপ্রিল ০৫, ২০২২

রাজধানীতে ভোক্তা অধিকার অভিযানে দ্রব্য মূল্যের দাম কমে অর্ধেকে।

রাজধানীতে ভোক্তা অধিকার অভিযানে দ্রব্য মূল্যের দাম কমে অর্ধেকে।

রাজধানীতে তরমুজের ভোক্তা অধিকার অভিযান



গরমে ঠান্ডা ফল হিসেবে কদর বাড়ে তরমুজের এরমধ্যে রমজান এলে চাহিদা বেড়ে যায় আরোও।

শনিবার ঢাকা রাজধানীর কারওয়ানবাজারে ভোক্তা অধিকার অভিযান শুরু হলে তরমুজের বাজার থেকে বের হয় গরম গরম খবর, কত দামে কিনে কত দামে বিক্রি হচ্ছে তার হিসাব নেই আড়তদারদের কাছে, মুহূর্তে বাজার দর নেমে আসে অর্ধেকে। মাত্র ৩০ মিনিটে ৩০ হাজার টাকার তরমুজের দাম কমে নেমে এলো ১২ থেকে ১৫ হাজার টাকায়।

ক্রেতা-বিক্রেতার যুক্তি তর্কে আরোও গরম হয়ে ওঠে তরমুজের আড়ত। তবে বড় বড় অভিযোগের প্রমান হাতে না পেলেও ছোট জরিমানা আর হুশিয়ারি দিয়ে রমজানের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

এরপর বেগুন, শশা এবং লেবুর বাজারে যায় সংস্থাটি, এখানে তাদের উপস্থিতিতে এক হালি লেবুর দাম কমে যায় ২০ টাকা। পরে তদারকি চালানো হয় তেল, ডাল ও মাছের বাজারে।