মে ০৩, ২০২২

ঢাকায় পার্কের রোলার কোস্টার থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোলার কোস্টারের ছবি

 রাজধানীর কদমতলীতে একটি ইকোপার্কের রোলার কোস্টার থেকে পড়ে  মো. রাব্বি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বাবার নাম জনু মিয়া। শিশুটির লাশ এখন ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্বজনেরা।


রাব্বির বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ গ্রামে। সে গেন্ডারিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। এবং সে গেন্ডারিয়ার স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।


ঈদের দিন দুপুরে মামা সাইফের সঙ্গে রাব্বি ও আরও কয়েকজন বুড়িগঙ্গা ইকোপার্কে বেড়াতে যায়। পার্কের রোলার কোস্টার থেকে পড়ে রাব্বি আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ভাই এক বোনের মধ্যে রাব্বি ছোট ছিল বলে পুলিশ জানিয়েছে।


কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রলয় কুমার সাহা বলেন, রোলার কোস্টারের বেল্ট খুলে সেলফি তুলছিল শিশুটি। এরপর সে ছিটকে পড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান বলেন, রাব্বির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


শেয়ার করুন