মে ০২, ২০২২

ই-সিম কি? ই-সিম সম্পর্কে জানুন।

 

ই সিম কি/ esim photo


ই-সিম (E-SIM) মানে এম্বেডেড সিম, অর্থাৎ একধরণের সিম, যেটা ব্যবহার করতে ফোনে কোনও রকম সিম কার্ড ঢুকাতে হয় না। এতে প্লাস্টিকের ব্যবহারও কম হয়। ই-সিমের সাথে আমরা প্রাকৃতিক বর্জ্য পরিমাণ কমিয়ে আনতে পারবো। এটা আমাদের সৌভাগ্য হবে যদি এই পৃথিবীকে আরও সুন্দর, আরও সবুজ বানাতে যদি আমরা একসাথে হাতে হাত রেখে কাজ করতে পারি।

eSIM হল GSMA এর একটি গ্লোবাল স্পেসিফিকেশন যা যেকোনো মোবাইল ডিভাইসের রিমোট সিম প্রভিশনিং সক্ষম করে। GSMA পরবর্তী প্রজন্মের সংযুক্ত গ্রাহক ডিভাইসের জন্য eSIM-কে সিম হিসাবে সংজ্ঞায়িত করে। eSIM প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্কিং সমাধানগুলি বিভিন্ন ইন্টারনেট অফ থিংস (IoT) পরিস্থিতিতে ব্যাপকভাবে প্রয়োগ করা যেতে পারে।

একটি eSIM সাধারণত দূরবর্তীভাবে ব্যবস্থা করা হয় ; শেষ-ব্যবহারকারীরা ডিভাইস থেকে শারীরিকভাবে একটি সিম অদলবদল করার প্রয়োজন ছাড়াই অপারেটর যোগ বা অপসারণ করতে পারেন।

এই সিম কার্ড গুলো অন্যান্য সিম কার্ডের মতো করে ফোনে ভরানো হয় না বরং যেখানে স্মার্ট ফোনগুলো তৈরি করা হয় সেখানে মাদারবোর্ডের সাথে এক সঙ্গে সংযুক্ত করে লাগানো হয়ে থাকে। তাই জন্য এই সিম কার্ডকে স্মার্ট ফোনের হার্ডওয়্যারের মধ্যে ধরা হয়। আর হ্যাঁ এই ফোনটির সিম কার্ড কে বাহির করা যায় না বা সম্ভব না। আইফোন এক্সএস এবং আইফোন এক্সেএস মাক্স এ এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং আইফোন ১১ এবং আইফোন ১১ প্রোতে এই ই-সিম কার্ড ব্যবহার করা হয়েছে। পিক্সেলত, পিক্সেলত এক্সএল এবং নতুন পিক্সেল৪ এবং পিক্সেল এক্সএল ৪ স্মার্টফোনে এই ইসিম সাপোর্ট করে।

ই-সিম(E-SIM) এর সুবিধা

আইফোন এক্সএস এবং এক্সএস মাক্স ফোন দুটি অ্যাপলের প্রথম দুটি ডুয়েল স্মার্টফোন। এই দুটি সিমে এক সাথে দুটি কোম্পানির দুটি আলাদা নাম্বার ব্যবহার করা যাবে। স্মার্টফোন দুটি সিম স্ট্যান্ডবাই মোডে থাকবে এর ফলে এক সাথে ফোন দুটি কল চলে আসলে তা রিসিভ করা এবং ডায়াল করা যাবে। আইফোন এক্সএস এবং এক্সএস মাক্স এ দুটি সিম এর সুবিধা থাকবে ঠিকই কিন্তু ফোন শুধু একটি সিম কার্ড ভরতে হবে আর একটি সিম ভরতে হবে না। কারন ফোনে আগে থেকে একটি সিম কার্ড ভরা থাকবে।

ই-সিম (E-SIM) এর প্রথম সুবিধা হলো এটি অনেক ছোট সাইজের, আমরা জানি ন্যানো সিম কার্ড খুব ছোট কিন্ত এই ই-সিম কার্ড তার থেকে ৩ গুণ ছোট। অর্থাৎ ন্যানো সিম কার্ড এর থেকে ই-সিম কার্ড ৩ গুণ ছোট এবার আপনি কিছুক্ষণ চিন্তা করুন যে তাহলে এই ইসিম E-SIM কার্ড কত ছোট। ই-সিম E-SIM কার্ড ফোনের মাদারবোর্ডের সাথে লাগানো থাকে বিধায়
ফোনটিতে অনেক যায়গা ফাকা হয় বা স্পেস বাচানো সম্ভব হয়। যার ফলে ফোন ব্যাটারি আরও বড় লাগানো সম্ভব হয় এবং আলাদা অনেক যন্ত্রপাতি লাগাতে সুবিধা হয়।


শেয়ার করুন