এপ্রিল ২৬, ২০২২

নীলফামারিতে ঘুষ ছাড়াই ৫১ জন পেলেন পুলিশের চাকরি।

 

বাংলাদেশ পুলিশের ছবি, পুলিশের চাকরি
মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পেল নীলফামারীর ৫১ জন অসচ্ছল দরিদ্র পরিবারের যুবক ও যুবতী। নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ পুলিশ ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে পরিক্ষা দেন ১৩২৯ জন। এদের মধ্যে ১৮৫ জন কে নির্বাচিত করা হয়। কোন রকম ঘুষ কিংবা তদবির ছাড়ায় চুড়ান্ত ভাবে নির্বাচিত হন ৫১ জন। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৮ জন নারী রয়েছে। নিয়োগ প্রক্রিয়া নতুন এই সিস্টেমে বদলে গেছে চাকরি না পাওয়ার ভীতি।

এদিকে কোন বিতর্ক ছাড়ায় যোগ্যদের মূল্যায়ন করতে পেরে গর্বিত পুলিশ সদস্যরা। চাকরি নয় সেবা এই স্লোগানে নবীন সদস্যরা জনগণের সেবায় কাজ করবে এমন প্রত্যাশা তাদের।

চাকরি প্রার্থীরা জানায়, পুলিশের চাকরি নিশ্চিত করা পর্যন্ত তাদের প্রত্যেকের আবেদন ফিসের টাকা ছাড়া আর কোন টাকা লাগেনি। আর এর ফলে কেটে গেছে তাদের ভুল ধারণাটাও। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানালেন পুলিশ সুপার।  

তিনি বলেন, দারিদ্র সীমার নিচে নিখুঁত যাচাই-বাছাই করাটা বেশি চ্যালেঞ্জিংয়ের কাজ ছিল। সঠিক ছেলে-মেয়েকে বের করে আনতে পারাটাই আত্মতৃপ্তি। প্রধানমন্ত্রী ও আইজিপি স্যারের নির্দেশে সেই কাজটি করতে পেরে নীলফামারী পুলিশ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি নতুন সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

গেল ২৯ শে মার্চ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও কয়েকদিন ধাপ পেরিয়ে ২১ শে এপ্রিল চুড়ান্ত ভাবে নির্বাচিত দের নাম প্রকাশ করা হয়।


শেয়ার করুন