আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অক্টোবর ০২, ২০২৩

 মেক্সিকোয় গির্জার ছাদ ধসে ৭ জন নিহত।

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে ৭ জন নিহত।

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে ৭ জন নিহত

মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে ৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও ২০ জন আটকা পড়ে আছে। আজ রোববার দেশটির তামাউলিপাস প্রদেশে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। পুলিশের তথ্যমতে, তখন সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন। সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে তৎপরতা চলছে।
সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, আশপাশের লোকজন ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধারে মরিয়া হয়ে কাজ করছে। ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে তারা বেলচা ও কুঠার নিয়ে হাজির হয়েছে। রোববার বিকেলের এই ধসের পরে জরুরি পরিষেবার দলগুলোও ঘটনাস্থলে হাজির হয়।
ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষকে নীরব থাকার অনুরোধ জানানো হয়েছে যাতে ভেতরে আটকে পড়াদের কেউ সাহায্যের জন্য ডাকছে কি না তা শোনা সম্ভব হয়।
ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো সামাজিক প্ল্যাটফর্মে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খুঁজে বের করার কাজ চলছে।’ তিনি বলেন, এটি বেশ ‘কঠিন সময়’। এ ছাড়া ভিডিও বার্তার শেষে তিনি বলেন, ‘প্রভু আপনাদের সাহায্য করুন।’

এপ্রিল ১৪, ২০২২

পাকিস্তানি প্রধানমন্ত্রী কে এই শেহবাজ শরীফ?

পাকিস্তানি প্রধানমন্ত্রী কে এই শেহবাজ শরীফ?

শেহবাজ শরীফ/shehbaz sharif,পাকিস্তানি প্রধানমন্ত্রী, শেহবাজ শরীফের ছবি,কে এই শেহবাজ শরীফ

শেহবাজ শরীফ যার পুরো নাম মিয়া মুহাম্মদ শেহবাজ শরীফ। তিনি ১৯৫১ সালের ২৩ শে সেপ্টেম্বর লাহোর, পাঞ্জাব, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ শরীফ ছিলেন একজন ঊর্ধ্বতন মধ্যবিত্ত ব্যবসায়ী ও শিল্পপতি, যার পরিবার কাশ্মীরে ব্যবসা করতেন এবং শেষ পর্যন্ত বিংশ শতাব্দীর শুরুতে পাঞ্জাবের অমৃতসর জেলার যাতি উমরা গ্রামে বসবাস করতেন। শরীফ সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়, লাহোর থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতকের পর, তিনি তার পরিবারের মালিকানাধীন ইত্তেফাক গ্রুপে যোগদান করেন এবং ১৯৮৫ সালে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন।

শেহবাজ শরীফের দুই ভাই রয়েছে, আব্বাস শরীফ, এবং নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী। তার ভাবী, কুলসুম বাট, পাকিস্তানের তিনবারের ফাস্ট লেডী।

শেহবাজ প্রথমে তার চাচাত-বোন, নুসরাত শেহবাজকে বিয়ে করেন। এই দম্পতি ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন, এবং চারজন সন্তান রয়েছে, সালমান ও হামজা, এবং কন্যা যাবেরিয়া ও রাবিয়া।

শরীফ ২০০৩ সালে তাহমিনা দুরানিকে বিবাহ করেন, যিনি My Feudal Lord এর লেখক। শরীফ পেশাগতভাবে একজন ব্যবসায়ী, এবং যৌথভাবে ইত্তেফাক গ্রুপের মালিক, যেটি একটি মাল্টি মিলিয়ন-ডলারের পিন্ডীভূত লৌহ কোম্পানি। শেহবাজ শরীফ পাকিস্তান মুসলিম লীগের (এন) সভাপতিও ছিলেন।

শেহবাজ শরীফ ১৯৮৮ সালে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন এবং ১৯৯০ সালে জাতীয় পরিষদে নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি আবার পাঞ্জাব অধিবেশনে নির্বাচিত হন এবং বিরোধীদলীয় নেতা হন। যিনি ৮ জুন ২০১৩ হতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন। ইমরান খান ২০২২ এর ১০ এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ১১ এপ্রিল শেহবাজ শরীফ নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।


শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে।

শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে।

শেখ হাসিনা, শেহবাজ, পাকিস্তানি প্রধানমন্ত্রী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।


অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিরসনে নিজেদের অভিন্ন স্বার্থে সবগুলো দেশকে অবশ্যই একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


ইতোমধ্যে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের প্রধানমন্ত্রী টুইটারে শেহবাজকে অভিনন্দন জানান। অন্যদিকে শেহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই তাকে ফোন করে অভিনন্দন জানান এরদোয়ান।


নানা নাটকীয়তার পর শনিবার রাতে জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। দেশটির ইতিহাসে তিনি প্রথম কোনো প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিয়েছেন।


সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ।