এপ্রিল ১৪, ২০২২

পাকিস্তানি প্রধানমন্ত্রী কে এই শেহবাজ শরীফ?

শেহবাজ শরীফ/shehbaz sharif,পাকিস্তানি প্রধানমন্ত্রী, শেহবাজ শরীফের ছবি,কে এই শেহবাজ শরীফ

শেহবাজ শরীফ যার পুরো নাম মিয়া মুহাম্মদ শেহবাজ শরীফ। তিনি ১৯৫১ সালের ২৩ শে সেপ্টেম্বর লাহোর, পাঞ্জাব, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ শরীফ ছিলেন একজন ঊর্ধ্বতন মধ্যবিত্ত ব্যবসায়ী ও শিল্পপতি, যার পরিবার কাশ্মীরে ব্যবসা করতেন এবং শেষ পর্যন্ত বিংশ শতাব্দীর শুরুতে পাঞ্জাবের অমৃতসর জেলার যাতি উমরা গ্রামে বসবাস করতেন। শরীফ সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়, লাহোর থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতকের পর, তিনি তার পরিবারের মালিকানাধীন ইত্তেফাক গ্রুপে যোগদান করেন এবং ১৯৮৫ সালে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন।

শেহবাজ শরীফের দুই ভাই রয়েছে, আব্বাস শরীফ, এবং নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী। তার ভাবী, কুলসুম বাট, পাকিস্তানের তিনবারের ফাস্ট লেডী।

শেহবাজ প্রথমে তার চাচাত-বোন, নুসরাত শেহবাজকে বিয়ে করেন। এই দম্পতি ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন, এবং চারজন সন্তান রয়েছে, সালমান ও হামজা, এবং কন্যা যাবেরিয়া ও রাবিয়া।

শরীফ ২০০৩ সালে তাহমিনা দুরানিকে বিবাহ করেন, যিনি My Feudal Lord এর লেখক। শরীফ পেশাগতভাবে একজন ব্যবসায়ী, এবং যৌথভাবে ইত্তেফাক গ্রুপের মালিক, যেটি একটি মাল্টি মিলিয়ন-ডলারের পিন্ডীভূত লৌহ কোম্পানি। শেহবাজ শরীফ পাকিস্তান মুসলিম লীগের (এন) সভাপতিও ছিলেন।

শেহবাজ শরীফ ১৯৮৮ সালে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন এবং ১৯৯০ সালে জাতীয় পরিষদে নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি আবার পাঞ্জাব অধিবেশনে নির্বাচিত হন এবং বিরোধীদলীয় নেতা হন। যিনি ৮ জুন ২০১৩ হতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন। ইমরান খান ২০২২ এর ১০ এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ১১ এপ্রিল শেহবাজ শরীফ নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।



শেয়ার করুন