এপ্রিল ০৫, ২০২২

রাজধানীতে ভোক্তা অধিকার অভিযানে দ্রব্য মূল্যের দাম কমে অর্ধেকে।

রাজধানীতে তরমুজের ভোক্তা অধিকার অভিযান



গরমে ঠান্ডা ফল হিসেবে কদর বাড়ে তরমুজের এরমধ্যে রমজান এলে চাহিদা বেড়ে যায় আরোও।

শনিবার ঢাকা রাজধানীর কারওয়ানবাজারে ভোক্তা অধিকার অভিযান শুরু হলে তরমুজের বাজার থেকে বের হয় গরম গরম খবর, কত দামে কিনে কত দামে বিক্রি হচ্ছে তার হিসাব নেই আড়তদারদের কাছে, মুহূর্তে বাজার দর নেমে আসে অর্ধেকে। মাত্র ৩০ মিনিটে ৩০ হাজার টাকার তরমুজের দাম কমে নেমে এলো ১২ থেকে ১৫ হাজার টাকায়।

ক্রেতা-বিক্রেতার যুক্তি তর্কে আরোও গরম হয়ে ওঠে তরমুজের আড়ত। তবে বড় বড় অভিযোগের প্রমান হাতে না পেলেও ছোট জরিমানা আর হুশিয়ারি দিয়ে রমজানের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

এরপর বেগুন, শশা এবং লেবুর বাজারে যায় সংস্থাটি, এখানে তাদের উপস্থিতিতে এক হালি লেবুর দাম কমে যায় ২০ টাকা। পরে তদারকি চালানো হয় তেল, ডাল ও মাছের বাজারে।


শেয়ার করুন