এপ্রিল ০৩, ২০২২

মেহেরপুরে ২৫০ বোতল ফেনসিডিল সহ দু'জন আটক।

ফেনসিডিল, মেহেরপুর খবর।

 মেহেরপুরের গাংনীতে ২৫০ বোতল ফেনসিডিল সহ আবুল কালাম আজাদ (৩৫) ও মেছের আলী (৫৫) নামক দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের এ.এস.আই. শরিফুল ইসলাম আহত হন। আটককৃত কালাম মেহেরপুর উপজেলার তেরাইল-ওলিনগর গ্রামের সুলতানের ছেলে এবং মেছের আলী তেরাইলের বাগানপাড়ার (মৃত) মোতাহার বিশ্বাসের ছেলে।


রবিবার ভোরবেলাতে এ.এস.আই. শরিফুল ইসলাম ও এ.টি.এস.আই. রাকিবুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাংনী উপজেলার ভরাট বিলপাড়া মাঠের ত্রিমহনী নামক স্থান থেকে ফেনসিডিল সহ তাদের দু'জনকে আটক করে। এ সময় একটি কালো রঙের এপাচি-১৬০ সিসি ও একটি ব্যাটারি চালিত (পাখি) ভ্যান জব্দ করা হয়।


এ সময় গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল সহ দু'জন কে আটক করেছে। আটককৃত আবুল কালাম আজাদের বিরুদ্ধে ইতোপূর্বে আরো ১২টি মাদক মামলা রয়েছে।


শেয়ার করুন