এপ্রিল ২৪, ২০২২

ইসলামে যাকাতের নিয়মাবলী।

 

ইসলামে যাকাত, যাকাতের নিয়মাবলি, স্বর্ণের যাকাত দেওয়ার নিয়ম, যাকাতের গুরুত্ব, যাকাত কি এবং কেন, যাকাত কাকে বলে, যাকাত pdf

যে সকল সম্পদে যাকাত ফরজ এবং এই সম্পদের যাকাত দিতে হবে:

(১) স্বর্ণ= সর্বনিম্ন ৮৫ গ্রাম, (৭.৫০ ভরি বা ৭.৫০ তােলা। (২) রৌপ্য= সর্বনিম্ন ৫৯৫ গ্রাম, (৫২.৫০ ভরি বা ৫২.৫০ তােলা)। (৩) নগদ অর্থ, ৫৯৫ গ্রাম রৌপ্য অথবা ৮৫ গ্রাম স্বর্ণের যে দাম হয় সে পরিমান নগদ ক্যাশ থাকলে তাতে যাকাত দিতে হবে, তা নিজের কাছে জমা থাকুক অথবা ব্যাংকে সংরক্ষিত থাকুক। সুতরাং এ পরিমান টাকা কারাে কাছে এক বছর জমা থাকলে তাতে যাকাত দেয়া ফরজ। (৪) ব্যবসায়িক পণ্য। (৫) জমিন থেকে উৎপাদিত রবিশষ্য (যেগুলাে শুকিয়ে সংরক্ষণযােগ্য) যেমন, ধান, গম, সরিষা, ভুট্টা ইত্যাদি অথবা ফলফলাদি (যেগুলাে শুকিয়ে সংরক্ষণযােগ্য) যেমন খেজুর, কিশমিশ ইত্যাদি। (৬) গবাদী পশু (নির্দিষ্ট পরিমান সাপেক্ষে)।

যে সকল জিনিসে যাকাত নেই এবং এই সম্পদের যাকাত দিতে হবেনা:

(১) বসবাসের জন্য বসত ভিটা। (২) ঘর-বাড়ি। (৩) ফসলের জায়গা-জমি। (৪) বাড়ির ব্যবহারিক আসবাবপত্র। (৫) ব্যবহারের জন্য গাড়ি। (৬) ভাড়ার জন্য বাস, ট্রাক, লঞ্চ ইত্যাদি পরিবহন। (৭) ভাড়ার জন্য তৈরিকৃত আবাসিক বিল্ডিং বা দোকান। (৮) নিজস্ব দোকান।

(৯) দোকানের জায়গা ও ফার্নিচার (তবে দোকানের পণ্যের যাকাত দিতে হবে) ইত্যাদি এগুলােতে যাকাত নেই।

(১০) পুকুরের মাছেও যাকাত নেই। তবে মাছ বিক্রয়ের অর্থ যদি নিসাব পরিমান হয় তাহলে তাতে যাকাত দিতে হবে।

(১১) কাঁচামাল-যেমন, শাক-সবজি, আম, কাঠাল, লিচু ইত্যাদি ফলমূলে যাকাত নেই।

তবে এগুলাে বিক্রয়ের অর্থ নিসাব পরিমান হলে তাতে যাকাত দিতে হবে। অনুরূপভাবে দোকান, আবাসিক বিল্ডিং, বাস-ট্রাক ইত্যাদিতে যাকাত নাই। কিন্তু এগুলাে থেকে প্রাপ্ত ভাড়া নিজের অন্যান্য অর্থের সাথে যুক্ত করে নিসাব পরিমান হলে যাকাত বের করতে হবে। 

জায়গা-জমি, গবাদী পশু ও বিল্ডিং ইত্যাদি ক্রয়-বিক্রয় করলে সেগুলাে ব্যবসায়িক পণ্য হিসেবে যাকাত দিতে হবে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুক এবং সেই সাথে নিসাব পরিমাণ সম্পদশালীদের ফরজ বিধান যাকাত দেয়ার তাওফিক দান করুক। 


(আমিন)



শেয়ার করুন