সেপ্টেম্বর ১৬, ২০২৩

 চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


চুয়াডাঙ্গার জীবননগর সীমা‌ন্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে ওই ঘটনা ঘটে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, মিজানুর রহমান কিছুদিন ধরে ভারতীয় গরুর ব্যবসা করত। সাম্প্রতিক সময়ে সে অবৈধভাবে মানুষ পারাপারের কাজ করে আসছিল। গত বৃহস্পতিবার মিজানুর ও তার সহযোগীরা কয়েকজন মানুষ নিয়ে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে যান। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মারা যায় মিজানুর। পালিয়ে যান তার সহযোগীরা। তার মরদেহ বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান জানান, মিজানুর রহমানের স্ত্রী থানায় এসে মৌখিকভাবে জানিয়েছেন তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। তিনি ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
ঘটনার সত্যতা জানতে এবং মৃত্যুর খবর নিশ্চিত হতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শনিবার বেলা ১১টার সময় এক মহিলা মৌখিকভাবে তার স্বামী নিখোঁজের বিষয়টি আমাদের কাছে জানিয়েছেন। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে চিঠি দিয়েছি তারা কোনো বাংলাদেশিকে হত্যা করেছে কি না? বিএসএফের কাছ জানার পর আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো।
নিহত মিজানুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নবী ছদ্দিনের ছেলে। তিনি জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আয়ুব আলীর জামাতা। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। তার মরদেহ ভারতের কৃষ্ণনগর মহকুমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জুন ১১, ২০২২

আজ মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন অঞ্চল সহ মেহেরপুরেও প্রতিবাদ মিছিল হয়েছে।

আজ মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন অঞ্চল সহ মেহেরপুরেও প্রতিবাদ মিছিল হয়েছে।

মেহেরপুরে প্রতিবাদ মিছিল, মেহেরপুর নিউজ, গাংনীর চোখ মেহেরপুর,

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র বেশ কয়েকজন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় দেশের অনেক যায়গায় প্রতিবাদ মিছিলের সাথে মেহেরপুরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজ শেষে নবী প্রেমী তাওহিদি জনতা এ সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে শত শত ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। উপজেলা রেজাউল চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে মুসল্লিরা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে গাংনী বড়বাজার মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ মহাসিনের সভাপতিত্বে ও বড় মসজিদের পেশ ইমাম রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলি, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী মাদ্রাসা পাড়া জামে মসজিদের ইমাম খালেক সাইফুল্লাহ, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, আলফাজ উদ্দিন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া মুসলমানরা ‘বিশ্বনবীর অপমান, সইবেনা আর মুসলমান, আল কোরানের আলো ঘরে ঘরে জ্বলো, মোদির দুই গালে জুতা মারো তালে তালে নানা স্লোগানে প্রতিবাদী করে।

জুন ০৯, ২০২২

চুয়াডাঙ্গা জেলার শামিম নামের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত।

চুয়াডাঙ্গা জেলার শামিম নামের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত।

 

চুয়াডাঙ্গা জেলায় মোটরসাইকেল চালক নিহত,চুয়াডাঙ্গার খবর


চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা-দর্শনা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় শামীম (২৪) নামের এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন লোকনাথপুর শাহাবুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা শেখ ইটভাটর সামনে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শামীম বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মোটরসাইকেল যোগে দামুড়হুদা থেকে বাড়ী ফিরছিলো। এ সময় দর্শনা দিক থেকে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে রাস্তায় জমে থাকা কাদামাটিতে পিচ্চিলে পড়ে রক্তাক্ত জখম হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ।

যুব উন্নয়ন অধিদপ্তরে (DYD)  নিয়োগ বিজ্ঞপ্তি।

যুব উন্নয়ন অধিদপ্তরে (DYD) নিয়োগ বিজ্ঞপ্তি।

 

যুব উন্নয়ন অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।

যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্বভুক্ত নিম্নবর্তী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীগণ: http://dyd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন শুরু: ১৫/০৬/২০২২
আবেদন শেষ তারিখ: ০৫/০৭/২০২২
পদ্মা সেতুর ওপর দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে (বিআরটিএ)।

পদ্মা সেতুর ওপর দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে (বিআরটিএ)।

padma bridge, padma multipurpose bridge,পদ্মা সেতুর ছবি সেতু,পদ্মা নদী

বিআরটিএ বিজ্ঞপ্তি: পদ্মা সেতুর টোল সমন্বয় করে ভাড়া ১০ থেকে ১১টাকা বাড়ানো হবে। গত মাসে পদ্মা সেতুর টোল রেট নির্ধারণের পর এ পদক্ষেপ নিলো বিআরটিএ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশালের ভাড়া ৪১২ টাকা, ঢাকা-রাজৈর-গোপালগঞ্জের ৫০৪ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা, ঢাকা-জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা, ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা, ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া ৬৩৩ টাকা, ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮ টাকা, ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চর ফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা, ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুশরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা এবং ঢাকা-মাদারীপুরবরিশাল-পটুয়াখালী কুয়াকাটার ভাড়া ৬৯৪ টাকা হবে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন এবং পরদিন দেশের দীর্ঘতম সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফলে ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ার পর থেকে নতুন ভাড়া প্রযোজ্য হবে।

জুন ০৮, ২০২২

কুষ্টিয়া বিড়ি ফ্যাক্টরি বন্ধকে কেন্দ্র করে সড়ক অবরোধ এবং সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩

কুষ্টিয়া বিড়ি ফ্যাক্টরি বন্ধকে কেন্দ্র করে সড়ক অবরোধ এবং সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩

কুষ্টিয়া বিড়ি ফ্যাক্টরিকে কেন্দ্র করে সংঘর্ষ, কুষ্টিয়া প্রতিদিন

কুষ্টিয়ার দৌলতপুর হোসেনাবাদে আকিজ বিড়ি ফ্যাক্টরির বিড়ি শ্রমিকদের নকল ব্যান্ডরোল ব্যবহারে বাধ্য করতে শ্রমিক নির্যাতনের অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন জালিয়ে অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশকিছু শ্রমিক ও এক পুলিশ সদস্য আহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হোসেনাবাদ গ্রামে কুষ্টিয়া প্রাগপুর সড়কে শ্রমিক পুলিশের এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শ্রমিক নেতা আবুল কালামের অভিযোগ, আকিজ বিড়ি ফ্যাক্টরীর ম্যানেজার রাসুল উদ্দিন পলাশ দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অসম্পূর্ন ব্যান্ডরোল ব্যবহার করতে শ্রমিকদের বাধ্য করে আসছিলো। ইতোপূর্বে যে সকল শ্রমিক ম্যানেজারের কথামতো অর্ধেক সাইজ ব্যান্ডরোল ব্যবহারে রাজি হননি তাদেরই কাজ থেকে বহিস্কার করেছে। এছাড়া যারা কাজ করছিলো তাদেরও কথামতো কাজ না করায় নির্যাতন চালানো হয় তাদের টর্চার সেলে।

দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের আকিজ বিড়ি ফ্যাক্টরীতে ব্যান্ডরোল জালিয়াতির অভিযোগ বিষয়ে জানতে চাইলে কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়ার সহকারী রাজস্ব কর্মকর্তা সার্কেল-২ এর বি এম সাজ্জাদুল হক বলেন, ‘আকিজ বিড়ি ফ্যাক্টরীতে ব্যান্ডরোল জালিয়াতির সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থল থেকে নমুন সংগ্রহ করা হয়েছে। সেগুলি পরিক্ষা নিরিক্ষা করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক জাবীদ হাসান বলেন, 'রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন জালিয়ে রাস্তা অবরোধ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে বিক্ষোবরত আন্দোলনকারীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হয়েছে। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।



মেহেরপুরে শিশু ধর্ষণ চেষ্টায় আইসক্রিম ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুরে শিশু ধর্ষণ চেষ্টায় আইসক্রিম ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুর শিশু ধর্ষণ চেষ্টায় একজন আটক, মেহেরপুর প্রতিদিন নিউজ, মেহেরপুরের চোখ

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে খলিলুর রহমান (৪৮) নামের এক আইসক্রীম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা।

আটককৃত খলিল হাড়িয়াদহ গ্রামের দক্ষিণ পাড়ার মৃত পাতান শেখের ছেলে। খলিল পেশায় একজন আইসক্রীম ব্যবসায়ি। বুধবার (৮ জুন) দুপুরে গাংনী থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে খলিল তার প্রতিবেশীর এক শিশুকে নিজ বাড়ির ল্যাট্রিনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির আশে-পাশের মানুষ ছুটে এসে শিশুকে উদ্ধার করেন। স্থানীয় লোকজন খলিলকে ঘরে আটকে রাখে, দুপুরে পুলিশের হাতে তুলে দেয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত খলিলুর রহমানকে থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।