চাকরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চাকরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জুন ০৯, ২০২২

যুব উন্নয়ন অধিদপ্তরে (DYD)  নিয়োগ বিজ্ঞপ্তি।

যুব উন্নয়ন অধিদপ্তরে (DYD) নিয়োগ বিজ্ঞপ্তি।

 

যুব উন্নয়ন অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।

যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্বভুক্ত নিম্নবর্তী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীগণ: http://dyd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন শুরু: ১৫/০৬/২০২২
আবেদন শেষ তারিখ: ০৫/০৭/২০২২

মে ২৫, ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ এ ৯৯তম ব্যাচে সিপাহি (জিডি) পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি।

বর্ডার গার্ড বাংলাদেশ এ ৯৯তম ব্যাচে সিপাহি (জিডি) পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি।

বিজিবি / bgb বর্ডার গার্ড বাংলাদেশ

 বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্নিত ডিজিটাল পদ্ধতিতে ৯৯তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি।
বিজিবি নিয়োগ ২০২২, সিপাহি পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। bgb job circular 2022.
আবেদন শুরু: ২৬ মে ২০২২

আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২২


এপ্রিল ৩০, ২০২২

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে যোগ দিন।

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে যোগ দিন।

বাংলাদেশ সেনাবাহিনী ছবি

 

আবেদনকারীর ধরন
ক্যাটাগরীপ্রার্থীর বিবরণ
সাধারণ (General)১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
ক্যাডেট কলেজ (Cadet College)শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এমসিএসকে (MCSK) প্রার্থীশুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
বিএনসিসি প্রার্থী (BNCC)বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
সশস্ত্র বাহিনীর প্রার্থী (Sainik)সশস্ত্র বাহিনীতে কর্মরত আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
বয়স:

০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮-২৩ বছর।


শিক্ষাগত যোগ্যতা:

(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা,
'‌‌‌‌‌‌‌‌‌‌ও'‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২২ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২২ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
(৫) নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।


শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতাপুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন*৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)
বুকস্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চিস্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।


আবেদনের শেষ তারিখ

আবেদনকারীর ধরন
ক্যাটাগরীপ্রার্থীর বিবরণ
সাধারণ (General)১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
ক্যাডেট কলেজ (Cadet College)শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এমসিএসকে (MCSK) প্রার্থীশুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
বিএনসিসি প্রার্থী (BNCC)বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
সশস্ত্র বাহিনীর প্রার্থী (Sainik)সশস্ত্র বাহিনীতে কর্মরত আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
বয়স:

০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮-২৩ বছর।


শিক্ষাগত যোগ্যতা:

(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা,
'‌‌‌‌‌‌‌‌‌‌ও'‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২২ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২২ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
(৫) নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।


শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতাপুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন*৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)
বুকস্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চিস্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে


আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২২

আবেদন করুন: https://joinbangladesharmy.army.mil.bd

এপ্রিল ২২, ২০২২

এসএসসি পাশে বাংলাদেশ বিমানবাহিনীতে এমওডিসি (এয়ার) নিয়োগ।

এসএসসি পাশে বাংলাদেশ বিমানবাহিনীতে এমওডিসি (এয়ার) নিয়োগ।

Bangladesh Airforce logo. বাংলাদেশ বিমানবাহিনী


অনলাইন পদ্ধতিতে সরাসরি বিমানবাহিনীর ওয়েবসাইটে “Apply Now  ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) রিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে login এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট কনতে হবে।

এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়ােজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের টোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।১৬ হতে ২১ বছর বয়সের বাংলাদেশ পুরুষ নাগরিক অনলাইনে আবেদন করতে পারবেন।

Bangladesh Airforce, Biman, বাংলাদেশ বিমানবাহি নিয়োগ সার্কুলার, bd airforce circular

আবেদনের সময়সীমা: ০৮ মে ২০২২ - ১৪ মে ২০২২
আবেদন করুন: www.joinbangladeshairforce.mil.bd


এপ্রিল ২০, ২০২২

এইচ এস সি পাশে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ।

এইচ এস সি পাশে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ।

 

bd railway বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্তী রাজস্বখাতভূক্ত সকল জেলা থেকে ১৫৩টি শূন্য পদে বাংলাদেশ নাগরিক অনলাইনে আবেদন চলছে।

বাংলাদেশ রেলওয়ে bd railway


আবেদন শুরুর তারিখ: ০৭ এপ্রিল, ২০২২ (সকাল ১০:০০)

আবেদনের শেষ তারিখ: ১৭ মে, ২০২২ (বিকাল ০৫:০০)

আবেদন করুন: http://br.teletalk.com.bd

(DGHS) স্বাস্থ্য অধিদপ্তরে ২৬৮৯ পদে নিয়োগ।

(DGHS) স্বাস্থ্য অধিদপ্তরে ২৬৮৯ পদে নিয়োগ।

DGHS স্বাস্থ সেবা অধিদপ্তর


স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নবসৃজিত নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগ এর জন্য বাংলাদেশ নাগরিকদের উপরোক্ত শর্তে সকল কে আবেদনের আহবান করা যাচ্ছে।

১৮-৩০ বছরের সকল বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন। 


dghs স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নবসৃজিত নিম্নবর্ণিত





আবেদনের শেষ তারিখ: ২১ এপ্রিল ২০২২

আবেদন করুন: http://dghsc.teletalk.com.bd


এপ্রিল ১৫, ২০২২

বাংলাদেশ নৌবাহিনীতে বি-২০২২ ব্যাচে যোগ দিন।

বাংলাদেশ নৌবাহিনীতে বি-২০২২ ব্যাচে যোগ দিন।

Bangladesh navy, বাংলাদেশ নৌবাহিনী

 বাংলাদেশ নৌবাহিনী বি-২০২২ ব্যাচে নৌবাহিনীর জাহাজের জন্য টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ ভর্তি কার্যক্রম অনলাইনে আবেদন শুরু হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী বি-২০২২ ব্যাচে নৌবাহিনীর জাহাজের জন্য

আবেদনের জন্য অবশ্যই আপনাকে সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইঞ্জিনিয়ারিং শাখা, ইলেক্টিক্যাল শাখা, রেডিও ইলেক্টিক্যাল শাখা অথবা অর্ডন্যান্স শাখার যে কোন একটি বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারী হতে হবে।


অনলাইনে আবেদনের তারিখ: ১০ এপ্রিল - ২৮ এপ্রিল ২০২২


আবেদন করুন: www.joinnavy.navy.mil.bd

এপ্রিল ০২, ২০২২

জেএসসি/সমমান পাশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিন। (২০২২)

জেএসসি/সমমান পাশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিন। (২০২২)

সাধারণ আনসারে যোগ দিন, নিরাপত্তা সেবায় অংশ নিন।

ansar vdp/আনসার ও (ভি ডি পি) গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিন
আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২২
আবেদন করুন: www.ansarvdp.gov.bd

মার্চ ১২, ২০২২

৪৪তম বিসিএস আবেদন সাড়ে তিন লাখের বেশি।

৪৪তম বিসিএস আবেদন সাড়ে তিন লাখের বেশি।

বিসিএস সাড়ে তিন লাখের বেশি আবেদন

 ৪৪তম বিসিএসে আবেদনকারী প্রার্থীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ৪১তম বিসিএসে। ওই বিসিএসে ৪ লাখ ৭৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ৪৩তম বিসিএসে আবেদন পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। ৪০তম বিসিএসে আবেদন পড়েছিল ৪ লাখ ১২ হাজার। আবেদনের হিসাবে ৪৩তম বিসিএস দ্বিতীয় সর্বোচ্চ। ব্রুনেই, বাহামা, আইসল্যান্ড, বার্বাডোজ, সেন্ট লুসিয়া, গ্রেনাডাসহ কয়েকটি দেশের জনসংখ্যাও এত নয়, যত জন ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।